আশুলিয়ায় দুইটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই দুই বাড়ির ছোট বড় মিলিয়ে মোট আটটি কক্ষ এবং কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী। এর আগে, বেলা সাড়ে ৩ টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি দক্ষিণপাড়া এলাকার আকবর ও শাহীনের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আকবরের বাড়ির একটি কক্ষ থেকে ধোয়া দেখে স্থানীয়রা এগিয়ে আসে। পরে আগুন দেখতে পেয়ে প্রথমে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করে। মুহূর্তের মধ্যে আগুন পাশের শাহিনের বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই দুই বাড়ির ঘরে থাকা টিভি, ফ্রিজ, খাট সহ সমস্ত কিছু পুড়ে যায়।
ডিইপিজেড ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ি দুইটির ছোট বড় ৮ টি কক্ষ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।